Home / মোবাইল / সিমের প্রয়োজনীয় USSD নাম্বার সমূহ

সিমের প্রয়োজনীয় USSD নাম্বার সমূহ

আমরা মোবাইল ব্যবহার করতে গিয়ে অনেক সময় বিপাকে পরে যাই। নতুন সিম কেনার পর এই সমস্যা সব চেয়ে বেশি দেখা যায়। সিমের বেশিরভাগ USSD কোডই আমাদের অজানা থাকে। তখন পড়তে হয় বিশাল বিপদে।

 

সিমের প্রয়োজনীয় USSD নাম্বার সমূহ

 

তাই এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমি আপনাদের দিচ্ছি সিমগুলোর সবচেয়ে প্রয়োজনীয় USSD কোডের কালেকশন।

মোবাইল ব্যালেন্স চেক করতেঃ

GP : *566#
Banglalink: *124#
Robi: *222#
Airtel: *778#
Teletalk : *152#
Citycell: *887

নিজের নাম্বার দেখতেঃ

GrameenPhone : *2#
Banglalink: *511#
Robi: *140*2*4#
Airtel *121*7*3#
Teletalk : W  লিখে 321 তে সেন্ড করুন
Citycell : mdn লিখে 7678 তে সেন্ড করুন

ইন্টারনেট ব্যালান্স চেক করতেঃ

GP : *567#
Banglalink: *5000*500#
Robi: *8444*88#
Airtel: *778*39#
Teletalk : U লিখে 111 তে সেন্ড করুন

মোবাইল রিচার্জ করতেঃ

GP : *555*  গোপন নাম্বার #
Banglalink: *123*  গোপন নাম্বার#
Robi: *111*  গোপন নাম্বার#
Airtel: *787*  গোপন নাম্বার#
Teletalk : *151*  গোপন নাম্বার#
Citycell: *888

এফএনএফ সেট করতেঃ

GP :*2888#
Banglalink: *121*4#
Robi: *140#
Airtel: *121*4#
Teletalk : Add লিখে স্পেস দিয়ে নাম্বার লিখে 363 তে সেন্ড করুন
Citycell: নাম্বার লিখে 1111 তে সেন্ড করুন

কাস্টমার কেয়ারে ফোন করতেঃ

GP :121 ডায়াল করুন
Banglalink: 121 ডায়াল করুন
Robi: 123 ডায়াল করুন
Airtel: 786 ডায়াল করুন
Teletalk : 121 ডায়াল করুন
Citycell: 121 ডায়াল করুন

উল্টা-পাল্টা এসএমএস সার্ভিস বন্ধ করতেঃ

Robi: 1111 লিখে যেই নাম্বার থেকে এসএমএস আসে সেই নাম্বারে সেন্ড করুন।
Banglalink: *121*5*1#

অল ইন ওয়ান মেনুঃ

GP : *111#
Banglalink: *121#
Robi: *140#
Airtel: *121#
কোডগুলো সংগ্রহ করে রেখে দিতে পারেন, কোন একসময় আপনার কাজে লাগতে পারে।

 

 

Check Also

Neopayyou-app-itpagol

ফ্রিতে প্রতিদিন ৫০ টাকা মোবাইল রিচার্জ করুন

প্রতিদিন “Neopayyou” এন্ড্রয়েড এ্যাপস দিয়ে বিজ্ঞাপন দেখে সর্বোচ্চ ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত আয় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *