আমরা প্রতিনিয়তই মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি। মোবাইলের মাধ্যমে যেকোন ধরনের ১৫ সেকেন্ডের ভিডিও তৈরী করে কিভাবে টাকা আয় করা যায় সে সর্ম্পকে আজ আলোচনা করব। এটা অনেকটা ইউটিউব এর মত ওয়েব সাইট যেখানে ভিডিও আপলোড করে টাকা আয় করা যায়। আপনি এই VigoVideos এপ্স এর মাধ্যমে প্রতি ভিডিওতে ০.১৫-৩০ ডলার পযন্ত আয় করতে পারেন। আপনার ভিডিওতে যত বেশী ফেলেম বাড়বে আপনার ইনকাম ততবেশী হবে।
১ ফেলেম = ০.০১৫ ডলার।
৭৩ ফেলেম = ১ ডলার।
ঠিক এইমুহুর্তের বাজার দরেঃ ১ মার্কিন ডলার = ৮০ টাকা প্রায় ।
অর্থাৎ আপনার ভিডিও আপলোড করার পর যতবেশী ভিডিও টি লোকজন দেখবে আপনার ইনকাম তত বেশী হবে।
ভিডিও আপলোডের মাধ্যমে টাকা আয় করতে আপনার যে সকল জিনিস দরকার তা নিন্মে দেয়া হল-
১. মোবাইল
২. ইন্টানেট সংযোগ
৩. ভিগো ভিডিও এপ্স
কিভাবে Vigo Video App থেকে আয় করবেন?
প্রথমে এই লিঙ্কে এ ক্লিক করে Vigo Videos এপ্সটি ডাউনলোড করুন।
তারপর START NOW এ ক্লিক করুন।
তারপর আপনার ফেসবুক একাউন্ট এর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
তারপর ALLOW এ ক্লিক করুন।
তারপর START NOW এ ক্লিক করুন।
কিছুক্ষন অপেক্ষা করুন দেখবেন Playstore চালু হবে।
তারপর Vigo Videos এপ্সটি Playstore থেকে ডাউনলোড করে ইনস্টল করুন।
তারপর REGISTER এ ক্লিক করুন।
তারপর আবার ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
তারপর Continue with Facebook এ ক্লিক করুন।
তারপর Me বাটনে ক্লিক করুন।
এখন আপনার ইচ্ছামত ১৫ সেকেন্ডের ভিডিও করুন এবং ভিডিওটি আপলোড করুন।
আপনি ভিডিওতে যত বেশী ফেলেম পাবেন আপনার ইনকাম তত বেশি হবে।
অর্থাৎ আপনার ভিডিও আপলোড করার পর যতবেশী ভিডিও টি লোকজন দেখবে আপনার ইনকাম তত বেশী হবে।
মিনিমাম ১ ডলার হলে অর্খ উত্তোলন করা যায়।
Note:-
১. Vigo Videos App এ একাধিক একাউন্ট করবেন না।
২. আপনি ভাল কোয়ালিটি সম্পন্ন ভিডিও শেয়ার করুন তা না হলে ভিডিওতে ফেলেম পাবেন না।
৩. প্রতিদিন ১ টি করে ভিডিও আপলোড করুন।
৪. আপনি অন্যদের ভিডিও ফলো করতে পারেন তা হলে তারা আপনার ভিডিও ফলো করবে সেক্ষেত্রে আপনার ইনকাম বেড়ে যাবে।
৫. ভিডিও অনুসারে টাইটেল, ট্যাগ এবং কভার ফটো ব্যবহার করুন।