Home / অনলাইনে আয় / খুব সহজে সুডোকু সমাধান করুন এবং টাকা আয় করুন

খুব সহজে সুডোকু সমাধান করুন এবং টাকা আয় করুন

সুডোকু হল বুদ্ধির খেলা । সুডোকুকে অনেকে গণিত ভেবে ভুল করে। স্রেফ সংখ্যা দিয়েই যে সুডোকু হয়, তা কিন্তু নয়। পত্রিকায় নিয়মিতই সুডোকু ছাপা হয়। সুডোকুর উপকারিতাগুলো অনেকটা দাবার মতোই। পড়ায় মন বসে না বলে তোমার যদি মন খারাপ হয়, তাহলে সুডোকু খেলতে বসে যাও। কারণ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এই খেলা শুধু যে মনোযোগ বাড়ায় তা নয়, মন ভালোও করে। ধরো একটা সুডোকু মেলানোর জন্য তুমি মাথা ঘামাচ্ছ। মিলে গেলে দেখো, কী যে আনন্দ হয়! তখন আরও একটা মেলাতে ইচ্ছা করে। স্কুল থেকে ফেরার পথে তোমাকে যদি যানজটে বসে থাকতে হয়, তখন বসে বসে সুডোকু খেলতে পারো।

কিভাবে একটা সুডুকু আপনি ১ সেকেন্ডের কম সময়ে সমাধান করতে পারেন।

প্রথম আলো পত্রিকার ই-পেপার এর ১১ নম্বর পেজ এ যান।

http://epaper.prothom-alo.com/

সুডোকু মিলাও এবং বুদ্ধি বাড়াও পৃষ্ঠার উপর ক্লিক করুন ।

নিচের Solve Sudoku  ঘরে আজকের সুডোকু ঘরের মান গুলো হুবহু তুলে ফেলুন।

তারপর  Solve  বাটনে ক্লিক করুন।

Online Sudoku Solver

সুডোকু সমাধান করে A, B, C, D মান গুলো বের করতে হবে।

তারপর মোবাইল এর মাধ্যমে সঠিক উত্তরটি পাঠাতে হবে।

প্রতিদিন বিকাল পাঁচটার মধ্যে উত্তর পাঠাতে হবে।

প্রতিদিন তিনজন ভাগ্যবান বিজয়ীকে ২০০ টাকা করে পুরষ্কার প্রদান করা হবে।

ওয়েবসাইটে ঢুকে আপনি খুব সহজে সুডোকু সমাধান করে মান গুলো বের করতে পারবেন।

ভাল লাগলে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন।

Check Also

ডলার কেনা বেচা করুন বিকাশ দিয়ে

আমরা অনেকে আছি বিভিন্ন ওয়েবসাইটে এর মাধ্যমে Bitcoin/litecoin/BAT Token আয় করে থাকি। কিন্তু আমাদের এ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *