আমরা অনেকেই ফটোশপের কাজ জানি, কিন্তু আমরা যেকোন ফটো প্রিন্টিং এর কাজের জন্য দোকানের শরানাপন্য হই। আমরা ফটোশপের কাজ জানি, আমাদের অনেকেই কাছেই ভালো মানের ক্যামেরা আছে, কিন্তু সেটা দোকান থেকে প্রিন্ট করাতে গেলে খরচ অনেক বেশি পরে এবং ওইসব দোকানের প্রিন্টারের প্রিন্ট আউটও তেমন ভালো পাওয়া যায় না। কিন্তু আপনি Crop tool টি দিয়ে PP, 3R, 4R, 5R, 8R, 10R Crop অপশন বক্সে সবসময়ের জন্য সেভ রাখতে পারেন। যখন ছবির সাইজ করবেন তখন ক্রোপ অপশন বক্সে ক্লিক করলে আপনার কাঙ্খিত সাইজটি পেয়ে যাবেন। নতুন করে সাইজ দিয়ে নতুন ডকুমেন্ট ওপেন করার প্রয়োজন হবে না।
বিভিন্ন ছবির মাপ সমূহঃ-
Stamp ছবির সাইজ H 1 in X w 0.8 in
Passport ছবির সাইজ H 2 in X w 1.6 in
3R ছবির সাইজ 3.5″ × 5″
4R ছবির সাইজ 4″ × 6″
5R ছবির সাইজ 5″ × 7″
6R ছবির সাইজ 6″ × 8″
8R ছবির সাইজ 8″ × 10″
10R ছবির সাইজ 10″ × 12″
12R ছবির সাইজ 12″ × 16″
এছাড়াও আরো সাইজ ব্যবহার করা হয়, সেগুলো হলঃ
10R সাইজ: উচ্চতাঃ ১০ ইঞ্চি, প্রস্থঃ ১২ ইঞ্চি
10L সাইজঃ উচ্চতাঃ ১০ ইঞ্চি , প্রস্থঃ ১৫ ইঞ্চি
12R সাইজঃ উচ্চতাঃ ১২ ইঞ্চি, প্রস্থঃ ১৬ ইঞ্চি
12L সাইজঃ উচ্চতাঃ ১২ ইঞ্চি, প্রস্থঃ ১৮ ইঞ্চি
16R সাইজঃ উচ্চতাঃ ১৬ ইঞ্চি, প্রস্থঃ ২০ ইঞ্চি
20R সাইজঃ উচ্চতাঃ ২০ ইঞ্চি, প্রস্থঃ ২৪ ইঞ্চি
20L সাইজঃ উচ্চতাঃ ২০ ইঞ্চি, প্রস্থঃ ৩০ ইঞ্চি
উপরের এই সাইজগুলো ফটো প্রিন্টিংএর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আরো অনেক ধরনের সাইজ রয়েছে।
জানার আছে অনেক কিছু। তাই নতুন কিছু শিখলাম ও জানলাম। আশা করি এ ধারাবাহিকতা বজায় থাকবে।