Payza অনলাইন ভিত্তিক একটি প্রতিষ্টান যার মাধ্যমে আপনার অনলাইন থেকে ইনকাম করা অর্থ বাংলাদেশে আনতে পারবেন। অনলাইনে অনেক সাইট আছে যারা আপনাকে Payza মাধ্যমে পেমেন্ট করবে। তাই অনলাইনে যারা কাজ করতে চান তাদের জন্য Payza আকাউন্ট থাকা অনেক সুবিধাজনক। আজকে আমরা দেখবো কিভাবে একটা Payza একাউন্ট করা যায় আর সেটি Verify করা যায়।
আপনার যদি Payza একাউন্ট না থাকে, তাহলে এখানে ক্লিক করে পাইজা একাউন্ট তৈরী করুন।
কিভাবে একটা Payza একাউন্ট Verify করবেন?
Payza তে একাউন্ট দুইভাবে ভেরিফাই করা যায়ঃ-
1. Document Validation
2. Photo ID Validation
Document Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে গেলে যা যা লাগবে :
1. আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি ।
2. আপনার এক মাসের ব্যাংক স্টেটমেন্ট ( সর্বচ্চো ছয় মাসের পুরোনো )।
আর আপনি যদি Photo ID Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে চান, তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে । উল্লেখ্য যে Photo ID Validation পদ্ধতিতে ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই ।
কিভাবে Payza একাউন্ট এ Document Validation ভেরিফাই করবেন ?
1. প্রথমে আপনার পেজা একাউন্টে লগইন করে উপরে ডান দিকে Verification এ ক্লিক করুন।
2. এখান থেকে আপনার পছন্দের অপশনটি বেছে নিন । আমি Document Validation অপশনটি বেছে নিলাম ।
3. Photo ID অপশন থেকে যেকোনো একটি অপশন বেছে নিন এবং Choose File থেকে আপনার ডকুমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করুন । এবার তার নিচে Bank Document এর নিচে Bank Statementএ টিক চিহ্ন দিয়ে ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করে দিন । Document অবশ্যই Jpeg Format এ দিতে হবে।
4. সবকিছু ঠিক থাকলে Next চাপুন । আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
5. সবকিছু ঠিক থাকলে সেন্ড অপশনে ক্লিক করে আপনার রিকোয়েস্টটি সেন্ড করুন ।
ভোটার ID কার্ড আর Photo Upload করা হলে দেখবেন কিছুদিন পর আপনার একাউন্ট Verified হয়ে গেছে।
কিভাবে Photo ID Validation পদ্ধতিতে ভেরিফাই করবেন ?
আবার Verification এ গিয়ে Photo ID Validation অপশন সিলেক্ট করুন ।
1. Photo ID থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড , পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপিটি সিলেক্ট করে Next চাপুন ।
(Document অবশ্যই Jpeg Format এ দিতে হবে)
2. আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
3. সবকিছু ঠিক থাকলে Send অপশনে ক্লিক করে রিকোয়েস্ট সেন্ড করুন ।
4. ভেরিফিকেশন রিকোয়েস্ট দেবার 2-3 দিনের মাঝেই পেজা থেকে রিপ্লাই পাবেন ।
আপনার আপলোড করা ডকুমেন্ট যদি সঠিক হয় তাহলে পেজা আপনার একাউন্ট ভেরিফাই করে দেবে ।
তবে যদি আপনার ভেরিফিকেশন রিকোয়েস্ট একসেপ্ট করা না হয় তাহলে পেজা থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে কি কারনে আপনার রিকোয়েস্ট একসেপ্ট কয়ার সম্ভব হয়নি ।
একাউন্ট ভেরিফাই করার রিকোয়েস্ট একসেপ্ট না হবার কিছু কারন :
1. আপনার সাবমিট করা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অস্পষ্ট হলে ।
2. আপনার ব্যাংক স্টেটমেন্টে দেয়া নাম বা ঠিকানার সাথে যদি আপনার পেজা একাউন্টের নাম বা ঠিকানা না মেলে ।
3. আপনার সাবমিট করা ডকুমেন্ট ব্রোকেন হলে ।
4. ভোটার ID কার্ড এর সাথে যদি আপনার নাম না মিলে।
তারপর আপনি বাংলাদেশের যে ব্যাংকে টাকা আনতে যান সেই ব্যাংকটি যুক্ত করুন Payza তে।