Home / টিউটোরিয়াল / অনলাইনে আপনার জন্ম নিবন্ধন ভেরিফাই করুন

অনলাইনে আপনার জন্ম নিবন্ধন ভেরিফাই করুন

আপনারা অনলাইনেই এর মাধ্যমে জন্ম নিবন্ধন করতে ঘরে বসে  করতে পারবেন । এখন অনলাইনে আপনার জন্ম নিবন্ধন ভেরিফাই করার সহজ পদ্ধতি জেনে নিন। কোন সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে   আপনার জন্ম নিববন্ধন সার্টিফিকেট ব্যবহার করার আগে, আপনি নিজেই যাচাই করে নিন আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট। অনলাইনে খুব সহজেই আপনি ভেরিফাই করে নিতে পারেন আপনার জন্মনিবন্ধন সার্টিফিকেটটি। আবার নতুন জন্ম নিবন্ধন ফর্ম সংগ্রহ করে, নতুন জন্ম নিবন্ধন করতে পারেন অনলাইনের মাধ্যমেই। অনলাইনে আপনার জন্ম নিবন্ধন ভেরিফাই ও নিবন্ধনের সহজ পদ্ধতি জেনে নিন।

আপনি কিভাবে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি ভেরিফাই করবেন:-

 

নিচের  পেইজটি খুলতে একটু সময় লাগে অপেক্ষা করুন।

 

 Online Birth Registration Information System (Online BRIS) Error

পেইজটি খুলতে সমস্যা হলে উপরের ধাপ গুলো অনুসরন করুন ।

 

উপরের ফর্মের যথাস্থানে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করুন।

আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করুন।

ভেরিফাই বাটনে ক্লিক করার পর কিছুক্ষন অপেক্ষা করুন ।

bris-result-not-found-copy

কিন্তু যদি  Matching birth records not found দেখায় , তাহলে বুঝবেন আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি আসলে ভুয়া।

birth-certificate-record-copy

আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি যদি আসল হয়, তাহলে ভেরিফাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার নাম ঠিকানাসহ সকল তথ্য দেখতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন এর আবেদন করতে হলে প্রথমে আবেদনপত্র ফরম সংগ্রহ করতে হবে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

 

Check Also

ICT-Bank-job-itpagol

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

বিসিএস প্রস্তুতি নেওয়ার জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় জানতে হয়। সেক্ষেত্রে অাই সি ...

One comment

  1. জিনিসটি কাজের। তবে মাঝে মাঝে সার্ভারে সমস্যা করে। ঠিকই আছে ডিজিটাল বাংলাদেশ তো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *