হলোগ্রাম কথাটির সাথে আপনারা নিশ্চয় পরিচিত আছেন। হলোগ্রাম হলো একটি ত্রিমাত্রিক ছবি। যেটার দিকে তাকালে ছবির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সম্পর্কে ধারনা পাওয়া যায়। আর হলোগ্রাফিক প্রযুক্তি হলো এমন একটি টেলিকমিউনিকেশন সিস্টেম যার সাহায্যে ত্রিমাত্রিক পরিবেশ তৈরীর মাধ্যমে আপনার সামনে এমন কিছু উপস্থাপন করা হবে যেটাকে বাস্তব মনে হলেও মূলত বাস্তবে তার অস্তিত্ব নেই। বুঝতে পারছেন না হয়তো, চলুন আরও একটু বুঝিয়ে বলছি। তবে তার আগে নিচের ভিডিওটি একনজর দেখে নিন।
এখন 3D এর মজা নিন অন্য ভাবে। স্মার্ট ফোন এর ছবিকে 3D হলোগ্রাম হিসেবে ভাসিয়ে তুলুন।
3D হলোগ্রাম প্রজেক্টর তৈরির প্রথম পদ্ধতি:-
এই টিউটোরিয়ালটি আপনাকে আপনার স্মার্টফোন বা ট্যাবলেট উপর 3D Hologram ভিডিও দেখার জন্য একটি খুব সহজ ডিভাইস করতে শেখাবে। বাড়ির পুরনো জিনিস দিয়ে 3D hologram Projector তৈরি করুন। কেমন হয় যদি আপনার মোবাইল এর ছবিগুলো বাতাশের মাঝে হলোগ্রাম এর মত ভেসে বেরায়।
3D হলোগ্রাম প্রজেক্টর তৈরির ভিডিও টিউটোরিয়ালটি দেখুন
ভিডিও টি দেখুন Smart ফোন দিয়ে 3D হলোগ্রাম প্রোজেক্ট বাড়িতে বানান।
কাজটি করতে একটি স্বচ্ছ প্রতিফলক পেপার, সিডি কেসের বদলে স্বচ্ছ যে কোন পর্দা যেমন ট্রান্সপারেন্ট পেপার ব্যবহার করা যাবে, টেপ, একটি কলম, কাঁচি/ চাকু অবশ্যই প্রয়োজন হবে।
অথবা,
3D হলোগ্রাম প্রজেক্টর তৈরির দ্বিতীয় পদ্ধতি:-
আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন নিজের একটি ছোট্ট থ্রিডি হলোগ্রাম। আর এর জন্য আপনার টাকাও খরচ করতে হবে না। সাধারণ একটি হলোগ্রাম আর ঘরের কিছু টুকিটাকি জিনিসই যথেষ্ট। আপনার হাতের কাছে যদি থাকে একটি স্মার্টফোন, একটি পুরনো সিডি বা ডিভিডি কেস এবং কিছু টুকিটাকি স্টেশনারি, তাহলে আপনি নিজেই এটি বানিয়ে ফেলতে পারেন কোনোরকম খরচ ছাড়াই।
থ্রিডি হলোগ্রাম প্রোজেক্টর তৈরী উপকরণ সমূহ:-
1. একটি রুলার বা স্কেল
2. সিডি/ডিভিডি কেস (স্বচ্ছ)/স্বচ্ছ ট্রান্সপারেন্ট পেপার
3. কাগজ-কলম
4. গ্রাফ পেপার
5. ছুরি বা কাটার
6. স্কস্টেপ
7. আপনার স্মার্টফোন
3D hologram Projector তৈরির প্রণালী:-
১) প্রথমে গ্রাফ পেপারে ট্রাপিজিয়াম আকৃতির চতুর্ভুজের নিচের বাহুটি হবে ৬ সেন্টিমিটার, ওপরের বাহুটি ১ সেন্টিমিটার, এর উচ্চতা হবে ৩.৫ সেন্টিমিটার।
এই অনুপাত বজায় রেখে আরো দুই-তিন গুণ বড়ও করতে পারেন এই ট্রাপিজিয়ামকে। এরপর গ্রাফ পেপার থেকে এই ট্রাপিজিয়াম আকৃতিটিকে কেটে আলাদা করে ফেলুন।
২) এরপর স্কস্টেপ দিয়ে ৪ টা অংশকে জোড়া লাগিয়ে পিরামিড আকৃতির করে নিবেন।
এই পর্যায়ে আপনার হলগ্রাফিক গ্লাস বানানো শেষ।
৩) ঘরের আলো নিভিয়ে দিন। আপনার তৈরি প্লাস্টিকের প্রজেক্টরটিকে স্মার্টফোনের স্ক্রিনের ওপর রাখুন এবং উপভোগ করুন চমৎকার একটি থ্রিডি শো।
এখন আপনি ইউটিউব থেকে হলোগ্রাম ভিডিও গুনো ডাউনলোড করে নিতে পারেন অথবা সরাসরি ইউটিউব থেকে প্লে করতে পারেন।
আপনার বানানো হলগ্রাফিক গ্লাস টা মোবাইল স্ক্রিন এর মাজ বরাবর বসিয়ে জাদু দেখতে থাকুন।
জানিনা 3D হলোগ্রাফিক প্রযুক্তি নিয়ে আমার এই সামান্য টিউন আপনাদের কেমন লেগেছে। কিন্তু আপনাদের সামান্য ভালো লাগা আমার মনে এক অসামান্য ভালো লাগার অনুভুতি সৃষ্টি করে। টিউনটি বুঝতে যদি সমস্যা হয় তাহলে কমেন্টে এর মাধ্যমে জানাতে ভুলবেন না।