Home / অনলাইনে আয় / PAYZA এর সাথে Bkash অ্যাকাউন্ট যোগ করুন

PAYZA এর সাথে Bkash অ্যাকাউন্ট যোগ করুন

PAYZA ব্যবহারকারীদের জন্য সুখবর। PAYZA এর সাথে bKash অ্যাকাউন্ট যোগ করুন এবং অনলাইনে আয়কৃত অর্থ আপনার হাতে নিয়ে আসুন । এখন যেকোনো PAYZA ব্যবহারকারী তাদের bKash অ্যাকাউন্ট এর মাধ্যমে পেইজা তে টাকা যোগ করতে পারবেন। অল্প কিছুদিনের মাঝে হইত আরেকটি অফার নিয়ে আসবে পেইজা যেখানে পেইজা থেকে আপনার bKash অ্যাকাউন্ট এ টাকা আনতে পারবেন।

 ভেরিফাই পেইজা অ্যাকাউন্ট দিয়ে আপনি অনলাইন এ কেনা কাটাকরতে পারবেন। অনলাইন এ কাজ করে তার অর্থ আপনি এই অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনার হাতে পাবেন। পেইজা বাংলাদেশের সব ব্যাংক সাপোর্ট করে তাই আপনি যেকোনো ব্যাংক এর মাধ্যমে আপনার টাকা তুলতে পারবেন।

How to add fund in Payza

যাদের পেইজা অ্যাকাউন্ট নেই অথবা যারা অনলাইনে কাজ করার পর টাকা তুলতে পারছেন না তারা এখনি একটি অ্যাকাউন্ট খোলে ফেলুন। কিভাবে পেইজা অ্যাকাউন্ট খোলতে হবে, ভেরিফায় কিভাবে করতে হবে এবং কিভাবে bKash থেকে টাকা পেইজা অ্যাকাউন্ট এ যোগ করবেন তা আমি এখন দেখিয়ে দিচ্ছি।

প্রথমে এই লিঙ্ক এ গিয়ে রেজিস্ট্রেশান করে ফেলুন।

কিছুদিনের মাঝেই হয়ত আপনার পেইজা অ্যাকাউন্ট থেকে টাকা আপনার bKash অ্যাকাউন্ট এ ট্রান্সফার করতে পারবেন।

কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে পেইজা তে টাকা যোগ করবেন?

নিচের চিত্রগুলো দেখলেই বুজতে পারবেন।

Add Funds by bKash

প্রথমে Add Fund  এ ক্লিক করুন, তারপর bKash লেখার উপর ক্লিক করুন।

এখন নিচের চিত্রটি খেয়াল করুনঃ

আপনার মোবাইল থেকে *২৪৭# এ ডায়াল করে বিকাশ অ্যাকাউন্ট এ প্রবেশ করুন।

Add Funds by bKash

তারপর যে নাম্বার এ টাকা পাঠাবেন ওই জাইগায় পেইজার বিকাশ নাম্বার ০১৭৫৭৬৯৬১২৭ দিন

তারপর কতো টাকা পাঠাবেন তা দিন

তারপর Reference নাম্বার দিন

তারপর  counter নাম্বার এ ১ দিন

তারপর আপনার ফোন এ একটি এসএমএস আসবে, এসএমএস এ একটি transaction id দেওয়া থাকবে তা আপনার পেইজা অ্যাকাউন্ট এ লগিন করে উপরের চিত্রে দেখানো জাইগায় দিন।

তারপর Create Transaction এ ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ।

এখন আপনার পেইজা wallet এ ক্লিক করে দেখুন আপনার পেইজা অ্যাকাউন্ট এ টাকা যোগ হয়ে গেছে।

যদি সাথে সাথে যোগ না হয় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার অ্যাকাউন্ট এ লগিন করুন দেখবেন ঠিক এ টাকা যোগ হয়ে গেছে।

 

Check Also

ডলার কেনা বেচা করুন বিকাশ দিয়ে

আমরা অনেকে আছি বিভিন্ন ওয়েবসাইটে এর মাধ্যমে Bitcoin/litecoin/BAT Token আয় করে থাকি। কিন্তু আমাদের এ ...

2 comments

  1. itpagol.com is very informative but it loads very slow. You should install caching addon dude

  2. really nice post. thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *