আমরা অনেকে আছি বিভিন্ন ওয়েবসাইটে এর মাধ্যমে Bitcoin/litecoin/BAT Token আয় করে থাকি। কিন্তু আমাদের এ ডলার হাতে পাই না। যেটা বিভিন্ন ওয়ালেট এ জমা থাকে। আবার অনেকে ফেসবুকে ডলার বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হয়।
আজকের পোস্ট তাদের জন্য যাদের বিভিন্ন সময় অনলাইনে ডলার কেনা-বেচা করতে হয়। এটি খুবই বিশ্বস্ত ডলার এক্সচেন্জ ওয়েবসাইট। এর মাধ্যমে আপনি বিটকয়েন থেকে সরাসরি বিকাশ এ টাকা তুলতে পারবেন এবং আরো অনেক ডলার এক্সচেন্জ করতে পারবেন।
AirTM এ সাইটির সুবিধা সমূহ-
১. ADD/Withdraw অপশনের মাধ্যমে টাকা জমা এবং উত্তোলন করা যায়। বিকাশের মাধ্যমেও ডলার কেনা বেচা করতে পারবেন।
২. ডলার ক্রয় বিক্রয় করতে গিয়ে প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই। কারন রেটিং এর ব্যবস্থা আছে।
৩. সর্বনিন্ম ৫ মিনিট এবং সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে টাকা এক্সচেন্জ করতে পারবেন।
৪. একাউন্ট ভেরিফাই করলে ১,০০০ ডলার পযর্ন্ত এক্সচেন্জ করতে পারবেন।
৫. রেফার কমিশনও আছে।
বাংলাদেশে এ রকম আরো অনেক সাইট রয়েছে। তার মধ্য এটি কে বেছে নেওয়ার কারন হল এই সাইট এ অন্যান্য সকল সাইটের তুলনায় রেট বেশি দেয় এবং এদের রিজার্ভ ভালো। এ ছাড়া এদের সাপোর্ট ও অন্যন্য সাইটের তুলনায় ভালো, রয়েছে লাইভ চ্যাট সুবিধা।
যেসব কারেন্সি এক্সচেন্জ করতে পারবেন :
আপনি খুব সহজে Paypal, Neteller, Skrill, Coinbase, Bitecoin, Litecoin, Ethereum, Dogecoin , Payeer, Perfect Money, BAT Token ইত্যাদি ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। এখানে আপনি ১০$ থেকে ১,০০০$ পর্যন্ত ক্রয়-বিক্রয় করতে পারবেন। কিন্তু ১,০০০ $ এর উপরে ক্রয় বা বিক্রয় করতে চাইলে সাপোর্ট অথবা লাইভ চ্যাট যোগাযোগ করুন ।
গুরুত্বপূর্ন লিংক সমূহঃ
১. কিভাবে AirTM একাউন্ট ভেরিফাইড করবেন?
২. কিভাবে AirTM মাধ্যমে Uphold থেকে বিকাশে টাকা উত্তোলন করবেন?
৩. কিভাবে Brave Browser থেকে আয় করবেন?
৪. কিভাবে Brave ব্রাউজারের টাকা বিকাশে উত্তোলন করবেন?
খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট