যে সাইটের কথা বলছি সেটি একটি short URL service সাইট (বড় লিঙ্ককে ছোট লিঙ্ক আকারে প্রকাশ করে সাইটটি নিজের বিজ্ঞাপন দ্বারা)। প্রথমে এখানে গিয়ে join now এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন। তারপর আপনি ভাল করে দেখে নিতে পারেন সাইটটি।পরে আপনি যে লিঙ্কটি আপনার ব্লগে (বা অন্য কোন সাইটে) প্রকাশ করতে চান সেটি নিচের ছবির মত বক্সে প্রবেশ করান। এবং shrink বাটনে ক্লিক করুন।নিচের লক্ষ্য করুন আপনার লিঙ্কটি ছোট হয়ে এই রকম (http://adf.ly/ইত্যাদি) এসেছে। এই লিঙ্কটিই আপনার প্রথম লিঙ্কের বিজ্ঞাপন।এবার আপনি লিঙ্কটি কপি করে আপনার ব্লগে বা সোসাল নেটওয়ার্কিং সাইটে ইচ্ছামত ব্যবহার করতে পারেন। anchor text এর মাধ্যমে বা সরাসরি ব্যবহার করতে পারেন। এটি শুধু ভিসিটর কে ক্লিক করার পর ৫ সেকেন্ড অপেক্ষা করাবে। এরপর গন্তব্যে স্থানে ভিসিটরকে নিয়ে যাবেন। ভাল কিছু পাওয়ার জন্য দু-একটা অতিরিক্ত ক্লিক কোন সমস্যাই না।
এবার আপনি আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইটটিতে লগইন করে হোম পেজে দেখতে পাবেন আপনার লিঙ্কে দৈনিক কত জন ক্লিক করেছে। এবং এর বিস্তারিত বর্ণনা। (নিচের স্ক্রিনশট)তাছাড়া আপনি দেখতে পাবেন কোন কোন দেশ থেকে আপনার লিঙ্ক ভিসিট করেছে। (নিচের স্ক্রিনশট)এভাবে আপনি আপনার প্রয়োজনীয় সব লিঙ্ক প্রকাশ করতে পারবেন বিভিন্ন সোসাল নেটওয়ার্কিং সাইটে, ফোরামে ইত্যাদি জায়গায়।
যা ধারাবাহিকভাবে হোম পেজে দেখা যাবে। (নিচের স্ক্রিনশট)
10,000 দর্শকরা আপনার লিঙ্ক পরিদর্শন যখন আপনি একাধিক 5.00 $ ডলার আয়! উপার্জন করতে পারেন। অতি ক্ষুদ্র URL গুলি, যখন পাঠ স্থানে সীমাবদ্ধ জন্য মহান করুন। সমস্ত বিজ্ঞাপন কোনও পপ আপগুলি সঙ্গে কঠোরভাবে পরিবার-নিরাপদ। রাজস্ব ভাঙ্গন সঙ্গে রিয়েল-টাইম পরিসংখ্যান।
কিভাবে Adf.ly একাউন্ট তৈরী এবং ব্যবহার করবেন?
আমি কিভাবে Adf.ly অ্যাকাউন্ট থেকে অর্থ উপার্জন করে?
1. আপনার লগিন AdF.ly অ্যাকাউন্ট।
সাদা বাক্সে একটি ওয়েবসাইটের URL 2.Enter (যেমন http://www.itpagol.com )
3. এখানে short link যেকোনো file এর download link অথবা যেকোনো ওয়েব link টি এই box এ রেখে shrink এ click করলে link টি short হয়ে যাবে। প্রতিটি লিঙ্ক এভাবে short করতে পারবেন।
4. শর্ট লিংটি ব্লগ সাইট বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন: ফেসবুক,গুগল প্লাস,টুইটার,পিনারেস্ট বা বিভিন্ন ফোরাম পোস্টটিং সাইটে পোস্ট করে দিবেন,আর যখন কোন ভিসিটর আপনার পোস্ট করা লিংক দিয়ে ওই সাইটে প্রবেশ করবে তখন আপনি প্রতি ভিসিটর এর জন্য ডলার পাবেন।
পেমেন্ট পাবেন যেভাবে ?
আপনি এলার্ট-পে/পায়জা অথবা পেপাল এর মাধ্যমে টাকা আনতে পারবেন। আর হ্যাঁ, আপনার ৫ ডলার হয়ে গেলে টাকা সরাসরি আপনার অনলাইন ব্যাংক এ্যাকাউন্টে জমা হবে। তাছাড়া রেফার করেও টাকা আয় করতে পারবেন। এখন ফেসবুকে আপনার লিঙ্ক ভাগ, অ্যাকাউন্ট টুইটার এবং অর্থ উপার্জন করেন।