অনলাইনের অনেক ডিজাইনার্রা তাদের প্রজেক্টের জন্যে অনেক ছবি খুঁজে থাকেন বা বিভিন্ন ধরনের ডিজাইন থেকে শুরু করে শিল্প মুল্যের কারনেও মানুষ ছবি কেনেন। আপনি তাদের নিকট আপনার ছবিগুলো বিক্রি করতে পারেন । ইন্টারনেটে ছবি বিক্রির সেবা দেয়ার জন্য রয়েছে বেশ কিছু ওয়েব সাইট । তাদের গ্যালারীতে আপনার ছবি জমা দিতে পারেন। বিক্রি হলে আপনি টাকা পাবেন।
আপনি নিজেই নিজের ওয়েবসাইট থেকে ছবি বিক্রি করতে পারেন। ছবি বিক্রি করার নিয়ম হচ্ছে যত ভাল ছবি তত বেশি টাকা। আপনার ছবির মান এমন হতে হবে যা মানুষ টাকা দিয়ে কিনতে আগ্রহি হবেন। তবে এজন্য প্রয়োজন উচুমানের ক্যামেরা, ফটোগ্রাফি বিষয়ে জ্ঞান এবং ছবি উঠানোর আগ্রহ।
ছবি তুলে আয় করতে সাহায্য করে এমন কিছু সাইটের মাঝে উল্লেখযোগ্য হলঃ-
১। Shutterstock :- https://www.shutterstock.com/
২। istockphoto:-https://www.istockphoto.com/
৩। Gettty images :- https://www.gettyimages.com/
৪। Stocksy https://www.stocksy.com/
৫। Fotolia:- https://au.fotolia.com/
৬। Alamy :- http://www.alamy.com/
৭। shutterstock:- http://shutterpoint.co.uk/london/
৮। Crestock:- http://www.crestock.com/
৯। 123RF :- https://www.123rf.com/
১০। Dreamstime:- https://www.dreamstime.com/
আপনাদের জন্য কিছু Website নিয়ে আসলাম যার মাধ্যমে আপনি ছবি আপলোড করে টাকা ইনকাম করতে পারনে।
অনেক গুলো Website আছে যারা আপনার কোয়ালিটি পূর্ণ ছবি গুলো, যদি আপনি ফটোগ্রাফিতে ভালো হয়ে থাকেন, আপনি যদি ছবিগুলোকে আপলোড করে ভকেন, তাহলে আপনার সেই ছবিগুলো সেইসব কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালি তার কিনতে পারে। যখন তারা আপনার সেই ছবিগুলো ওয়েবসাইট গুলো থেকে কিনবে তখন আপনি তা থেকে একটা কমিশন পাবেন এবং যেটা অনেক ভালো একটা এমাউন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, এক সময় সে ইনকাম আপনার অনেক ভালো একটা ইনকাম হয়ে যায় যা দিয়ে আপনি আপনার সংসার ও চালাতে সক্ষম।
আজ এই পর্যন্তই,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।