Home / আইসিটি / বিজয় টু ইউনিকোড কনভার্টার | বাংলা লেখার সহজ সমাধান

বিজয় টু ইউনিকোড কনভার্টার | বাংলা লেখার সহজ সমাধান

আপনি খুব সহজে কোন সফটওয়্যার ছাড়া ইন্টারনেটে বাংলা ইউনিকোড কনভার্ট করতে পারেন।  যদি কোন বিজয় সফ্টওয়্যার অথবা অভ্র সফ্টওয়্যার ইন্সটল করা না থাকে তাহলে আপনি Unicode Font Editor বক্সে সরাসরি ইউনিকোড এ লিখতে পারবেন। এখানে বিজয় কিবোর্ড লে আউটে লেখা যায়। তা আবার বিজয় এ কনভার্ট করতে পারবেন। ইমেইল এবং ফেসবুকসহ সোস্যাল মিডিয়া সাইট গুলোতে বাংলায় স্টাটাস দিতে অনেক ঝামেলা পোহাতে হয়।

আপনি প্রচলিত বিজয় বাংলা লেখা/টেক্সট  ইউনিকোডে পরিবর্তনের জন্য  Bijoy Font Editor বক্সে টেক্স পেস্ট করুন ও Bijoy to Unicode  বাটনটি চাপুন, আপনার ইউনিকোড টেক্সটটি পেয়ে যাবেন ইউনিকোড এডিটরে। এভাবে  আপনি আপনার বিজয় লেখাকে ইনিকোড এ কনভার্ট করতে পারবেন।

আবার Unicode Font Editor বক্সে ইউনিকোড টেক্স বসিয়ে Unicode to Bijoy বাটনে ক্লিক করলে ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করতে পারবেন।

লেখা গুলো মুছে ফেলতে চাইলে আগেই বলেছি Clear Both নামের অপশনটিতে ক্লিক করুন। তাহলে দুটি বক্স থেকে লেখা মুছে যাবে।

শুধু কম্পিউটার দিয়েই নয় আপনি ইচ্ছা করলে মোবাইলেও ই্উনিকোড লিখতে পারবেন। এবং তা কপি করে  আপনার কাজে লাগাতে পারেন।

Bijoy to Unicode Converter apps

 

Check Also

ICT-Bank-job-itpagol

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

বিসিএস প্রস্তুতি নেওয়ার জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় জানতে হয়। সেক্ষেত্রে অাই সি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *